পঞ্চগড়ে ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এছাড়া ১৬৮ টি সহকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সংকটে প্রতিনিয়ত বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, নানা জটিলতা দেখা দিয়েছে। প্রাথমিক শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়েছে।
জানা যায়, প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলো চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েছে। সহকারি শিক্ষকদের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় বিদ্যালয়ের অন্য সহকারি শিক্ষকরা তাকে মানতে চান না। তাছাড়া কোন কোন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর প্রভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে, জেলায় প্রধান শিক্ষক ৬৬৩ টি সহকারি শিক্ষক ৩ হাজার ১০৫টি পদ অনুমোদিত। এর বিপরীতে বর্তমানে মোট কর্মরত প্রধান শিক্ষক ৫৫৩ জন ও সহকারী শিক্ষক ২ হাজার ৯৩৭ জন রয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। পদোন্নতি না হওয়ায় এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ পূরণ করা যাচ্ছে না। শিক্ষকদের বিভিন্ন গ্রুপের মামলা জটিলতায় থেমে ছিল পদোন্নতি। তবে মামলা নিষ্পত্তির হলে কিছু দিনের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ হবে।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে