পিএসজি ছেড়ে তুর্কি ক্লাববে আর্জেন্টাইন স্ট্রাইকার

রবি
২৯ জুলাই ২০২৩

ইকার্দি

স্থায়ীভাবে তুর্কি ক্লাবে নাম লেখালেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। ছিলেন ফ্রান্সের পিএসজিতে। কিন্তু অপাংক্তেয় হয়েছিলেন সেখানে। যে কারণে তুরস্কের গ্যালাতসারেতে ভাড়াটে হিসেবে খেলতে যান তিনি। এবার সে ক্লাবকেই স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিলেন এ তারকা ফুটবলার।

 

ইকার্দি তুরস্কের এ ক্লাবটিতে ভাড়াটে খেলোয়াড় হিসেবে খেলতে যান। এবার ইকার্দিকে ক্লাবটি স্থায়ীভাবে রেখে দিল। এ জন্য প্রিসজিকে মোটা অঙ্কের অর্থ দিতে হয়েছে। শুক্রবার রাতেই তুরস্কের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি।

 

২০১৯ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন ইকার্দি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিদের মতো তারকার ভিড়ে ফরাসি ক্লাবটির হয়ে লিগে কোনো মৌসুমেই তিনি ২৪টির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তিন মৌসুমে তিনি খেলেছেন ৬৪ ম্যাচ। এরপর গ্যালাতসারেতে চলে যান ৩০ বছর বয়সী ফুটবলার।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর