মন্তব্য
বিশ্বে প্রথম ‘ভাইরাস পাসপোর্ট’ চালু করেছে চীন। স্বাস্থ্যসনদ পরিদর্শনের কর্মসূচি হিসেবে নিজেদের নাগরিকদের আন্তর্জাতিকভাবে ভ্রমণের জন্য এটি চালু করে দেশটি।
চীনা নাগরিকরা সোমবার থেকে এ কর্মসূচিতে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে সংযুক্ত হতে পারবে। এই ডিজিটাল সনদের মাধ্যমে ব্যবহারকারীর টিকার অবস্থা এবং ভাইরাস পরীক্ষার ফলাফল দেখতে পারবে।
এই ডিজিটাল সনদে একটি কিউআর কোডও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো দেশ চাইলে কোনো ভ্রমণকারীর স্বাস্থ্য নিয়ে তথ্য জানতে পারবে। অভ্যন্তরীণ যাতায়াত এবং জনসমাগমস্থলে প্রবেশের জন্য ইতিমধ্যে উইচ্যাটের মাধ্যমে কিউআর কোডের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
আলজাজিরা