ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমায়
অভিনয় দিয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই নায়িকা। তবে ওপার বাংলায় ভারতীয় সিরিয়ালেই সীমাবদ্ধ
ছিল তার কাজ। তাই এখন তার দর্শকদের প্রশ্ন ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে
অভিনয় করে খ্যাতি লাভের পর আবারও কি সিরিয়ালে ফিরবেন ইধিকা?
ইধিকা কি ধারাবাহিকে ফিরবেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘এখনই
না। আপাতত সিনেমায় অভিজ্ঞতা নিতে চাই। সিরিয়ালে অভিনয়ের ইচ্ছা তো রয়েছেই। পারফর্মারকে
প্ল্যাটফর্ম দিতে হবে। তা না হলে সে কাজ করবে কীভাবে? আমি সিরিয়াল করব তবে একটু পর।’
ইধিকা অভিনীত প্রথম সিনেমায় ঢালিউড সুপারস্টারের বিপরীতে তাকে ভালোভাবেই
গ্রহণ করেছে দুই বাংলার দর্শক। এখন রীতিমতো বাংলাদেশের ‘প্রিয়তমা’ হয়ে উঠেছেন ইধিকা।
ইধিকা প্রথম অভিনয় করেছিলেন ‘আরব্য রজনী’ নামের একটি সিরিয়ালে। এরপর ‘বেদের
মেয়ে জোসনা’, ‘কপাল কুণ্ডলা’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ২০২১ সালে ‘রিমলি’ আর ২০২২
সালে ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
তবে ইতোমধ্যে বাংলাদেশ থেকে অনেক কাজের প্রস্তাব পাচ্ছেন বলে জানিয়েছেন
এ নায়িকা। কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।