গয়েশ্বরকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি

রবি
২৯ জুলাই ২০২৩

ধোলাইখাল থেকে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেওয়ার পর ছেড়ে দিয়েছে ডিবি। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি কার্যালয় থেকে পল্টনে তার নিজস্ব কার্যালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

 

বিষয়টি জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি বলেছেন, ‘ধোলাইখাল থেকে আটক করে বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়েছিল।

 

বেলা ১১টার দিকে পরে রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর