অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা নিয়ে দাবি করে আসছিল আইসিসি। সে দাবি
পূরণের আভাস পাওয়া গেল এবার। অলিম্পিক গেমসে নবমতম ইভেন্ট হিসেবে জায়গা পেয়েছে ক্রিকেট।
২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে হতে যাওয়া অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ক্রিকেট
ইভেন্ট।
আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা পাঁচ দল নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দেখা
মিলবে অলিম্পিক গেমসে। এছাড়া এশিয়া উপমহাদেশে সম্প্রচার স্বত্বের অর্থের পরিমাণও বাড়ানো
হবে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
অলিম্পিক গেমসের ইতিহাসে মাত্র একবার ক্রিকেট জায়গা পেয়েছিল। ১৯শ’ সালে
গ্রেট বিটেন গোল্ড জেতার পর অলিম্পিকে আর ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়। এরপর আর জায়গা
পায়নি। তবে দীর্ঘ দিন ধরে ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে আসছে। অবশেষে
এ বিষয়ে আসল সুখবর।
গার্ডিয়ান জানিয়েছে, আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল নিয়ে আলাদাভাবে
টি-টোয়েন্টি ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে অলিম্পিক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত এখনও আসেনি। চুড়ান্ত সিদ্ধান্ত আসবে বছরের শেষের দিকে।
আরআই