দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে দুঃসংবাদ দিল ভারতীয় ক্রিকেট
বোর্ড। চাহিদা থাকলেও বিশ্বকাপে ই-টিকিটের ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন ভারতীয়
ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। সরাসরি টিকিট কেটেই স্টেডিয়ামে প্রবেশ করতে হবে দর্শকদের।
এ দিকে টিকিটের এখনও মূল্য নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই আইসিসির সাথে
আলোচনার পর মূল্য নির্ধারণ করে বিশ্বকাপের টিকিটের ছাড়া হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট
বোর্ড।
ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন ম্যাচকে
কেন্দ্র করে হোটেল ও বিমানের টিকিট বুকিংয়ে হিড়িক পড়ে গেছে ভক্তদের। তবে বিশ্বকাপ শুরুর
আর মাত্র আড়াই মাস বাকি থাকলেও এখনও বিশ্বকাপের টিকিট ছাড়েনি আয়োজক ভারত।
এবারের আয়োজক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর
পর্দা ওঠবে ওয়ানডে বিশ্বকাপের। তবে এর আগে কয়েকটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করার ইঙ্গিত
দিয়েছে বিসিসিআই।
আরআই