চাটমোহরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে আড়াইশ’ শিক্ষার্থী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩

চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাবনার চাটমোহর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে আড়াইশ’ শিক্ষার্থী। ২৩ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেলেও ১৪টি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- পায়নি কেউই। শুক্রবার  এ পরীক্ষার ফল প্রকাশ হয়।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ- ৪৮ জন। জিপিএ- ৫ পাওয়া বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য সেন্ট রীটাস হাইস্কুল (৩৪ জন), বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (২৫ জন), চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন পাইলট হাইস্কুল (২৪ জন), হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় (২২ জন) ও চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (১৭ জন)

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর