মুহূর্তের মধ্যে ঘর থেকে মশা তাড়াবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৩

চারিদিকে ডেঙ্গুর প্রকোপ চলছে। এ সময় মশা থেকে সুরক্ষিত থাকা খুবই জরুরি। কিন্তু গ্লোবের ধোঁয়া ভীষণ অস্বাস্থ্যকর। তাই ঘর থেকে দ্রুত মশা তাড়াতে কাজে লাগাতে পারেন একটি ঘরোয়া পদ্ধতি। ঘরে থাকা একটি উপাদানকে ‘মশার যম’ হিসেবে ব্যবহার করা যায়।


ঘরোয়া এই উপাদানটি হলো রসুন। রসুনকেই বলা হয় 'মশার যম'। শুধু তা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে৷ 

ঘরে রসুনের অস্তিত্ব বা গন্ধ টের পেলে মশা ঘরে থাকতে পারে না। তাই রসুনকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে মশার নাকে রসুনের গন্ধ সহজে পৌঁছায়। আর এর জন্য রসুনের কয়েকটি কোয়া নিয়ে তা থেত‌লে নিন। এরপর সেটি পেস্ট ক‌রে বা ব্লেন্ড ক‌রে পানির স‌ঙ্গে মি‌শি‌য়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার ঘরের বিভিন্ন কোণা, মশা থাকতে পারে এমন স্থান, বিছানা-পর্দার আশপাশে স্প্রে করুন। দেখবেন রসুনের গন্ধে মশা নিমিষেই উধাও।

মশা তাড়ানোর সহজ আরেকটি উপায় হলো রুম ফ্রেশনার ব্যবহার করা। কারণ সুগন্ধ মশা একদম সহ্য করতে পারে না। তাই সুগন্ধপূর্ণ স্থানে মশা বেশিক্ষণ থাকে না। মাথা ঘুরে পড়ে যায়। তাই ঘরে নিয়মিত এয়ার ফ্রেশনার ব্যবহার করুন।

আর দেখুন, ঘর থেকে মুহূর্তেই মশা গায়েব।

সূত্র: বোল্ড স্কাই


মন্তব্য
জেলার খবর