'বিএনপির অগ্নিসন্ত্রাস শুরু করেছে, বঙ্গবন্ধুর সৈনিক চুপ থাকতে পারে না'

রবি
২৯ জুলাই ২০২৩

বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ অবস্থায় বঙ্গবন্ধু সৈনিক, আওয়ামী লীগের নেতাকর্মী চুপ করে থাকতে পারে না। আমাদের দায়িত্ব আমরা পালন করব। নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করব।


শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।


তারেক জিয়া প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'তারেক জিয়া সুপ্রিমকোর্ট, হাইকোর্টকে গালিগালাজ করছে। কালকে (শুক্রবার) তো তারেক এমনো বলেছে- একটা লাশ পরলে দশটা লাশ পড়বে! লাশ ছাড়া সে কথা বলে না! টাকা ছাড়া সে কথা বলে না! প্রকাশ্যে বলে- আন্দোলন করো, টাকার অভাব হবে না! তারেক কি আইনের ঊর্ধ্বে? তাদের কথা শুনলে মনে হয় তারা আইন মানে না। আইন নিয়ে কটাক্ষ করে।’ 


তিনি বলেন, আজকে তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। মাতুয়াইলে পুলিশের সঙ্গে সংঘাত করে চারটি বাসে আগুন দিয়েছে। সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা চালায়, ভাঙচুর করে। আরও গাড়িতে হামলা ও ভাঙচুর করে। মোট সাতটি বাসে হামলা চালায় ও ভাঙচুর করে।


আরআই



মন্তব্য
জেলার খবর