তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ মুদি দোকানিকে গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আনসার মোড়ল (৬৫) নামের এক মুদি দোকানিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে সদর থানার শিবতলা মোড় থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী র‍্যাবের চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের একটি দল।

এর আগে ওই মুদি দোকানির নামে সদর থানায় মামলা করে ভুক্তভোগী তিন শিশুর মধ্যে একজনের মা। 

আনসার মোড়ল (৬৫) চাঁপাইনবাবগঞ্জের পালশা গ্রামের মৃত ইউনুছ আলী দেওয়ানের ছেলে। ভুক্তভোগীরা একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার পর অভিযুক্ত পলাতক ছিল বলে জানায় র্যাব।

জানা গেছে, গত বুধবার (১৯ জুলাই) দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনসার মোড়লের মুদিখানার দোকানেই এ ঘটনা ঘটে। এ দোকানে টিফিনের জন্য খাবার আনতে  গিয়ে  নিপীড়নের শিকার হয় ওই শিশুরা। 

নিপীড়নের পর তিন শিশুর হাতে ৫শ টাকা ধরিয়ে দেন অভিযুক্ত। সেই সঙ্গে ভুক্তভোগীদেরকে ঘটনাটি কাউকে না জানানোর কথা বলা হয়। তার কথা না শুনলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ভুক্তভোগীদের। 


ওদিকে ঘটনা জানাজানি হলে কয়েক দফায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু বিচার না পাওয়ায় ভুক্তভোগীদের মধ্যে এক শিশুর মা পুলিশের শরণাপন্ন হন।


বিডি/মানিক হোসেন/সি/এমকে 



মন্তব্য
জেলার খবর