পরীমণিকে নিয়ে তমা মির্জার স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩

অতীতের পুরোনো বিভেদ চুলে সখ্যতা তৈরি হয়েছে চিত্রনায়কা পরীমণি ও নির্মাতা রায়হান রাফীর মাঝে। আর তাই তো নায়িকার বাড়িতে দেখা গেল রাফী ও সুড়ঙ্গের নায়িকা তমা মির্জাকে। 


পরীমণি ও তমা মির্জার মধ্যে এর আগে কোনো বন্ধুত্ব চোখে না পড়েনি। তবে সম্প্রতি ফেসবুক পোস্টে পরীমণিকে বোন বলে সম্বোধন করেছেন তমা মির্জা। 


পরীমণির বাড়িতে গিয়ে হাসিঠাট্টায় মেতেছেন তারা। হয়েছেন ক্যামেরাবন্দীও। আর সেই সময়কার একটি ছবি নিজ ফেসবুক পেইজের টাইম্লাইনে দিয়ে তমা মির্জা ক্যামশনে লিখেছেন, Film Industry তে আমার তেমন খুব আপন কেউ নেই, কিন্তু হ্যাঁ আমার একটা বুনডি আছে Pori Moni ❤️।


এর আগে পরীমণির স্বামী শরিফুল রাজের সাথে বিদ্যা সিনহা মিমের জুটি নিয়ে জলঘোলা হলে সেই দায় গিয়ে গড়ায় নির্মাতা রায়হান রাফীর কাধেও। সে সময় রাফীকে দালাল বলেছিলেন এই নায়িকা। তবে সেই সব তিক্ততা ভুলে আবার এক হয়েছেন তারা। এরপর থেকেই রায়হান রাফীর পরবর্তী সিনেমায় পরীমণিকে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন এখন দেখা দিয়েছে দর্শকদের মনে।


মন্তব্য
জেলার খবর