লফামারীতে বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
রোববার (৩০ জুলাই) সকাল ৯ টার দিকে নীলফামারী সদরে এ কর্মসূচীর নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. খাইরুল আনাম।
তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামারী সদর আমীর আবু হানিফা শাহ, নীলফামারী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোকাররম হোসাইন সাঈদী প্রমূখ।
বিডি/রাশেদুল ইসলাম/
সি/এমকে