পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ, সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড়  জেলা জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ জুলাই) দুপুরে জেলা সদরের টুনিরহাট বাজারের সিনেমা হলের সামনে থেকে শুরু হয় মিছিলটি। মূল সড়ক প্রদক্ষিণ করে টুনিরহাট-দেবীগঞ্জ সড়কের মসজিদের সামনে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে  মসজিদের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন- জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। তিনি সব রাজবন্দীর মুক্তি এবং সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক  সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

এর আগে, এ কর্মসূচি পালনে গত ২৭ জুলাই সহযোগিতা চেয়ে পঞ্চগড়ের পুলিশ সুপারের কাছে আবেদন করে পঞ্চগড় জেলা জামায়াত। আবেদনপত্রে দুপুর আড়াইটায় জেলা শহরে বিক্ষোভ মিছিল করার কথা ছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় সময় এবং স্থান পরিবর্তন করা হয়েছে বলেও জানান দলটির জেলা আমীর।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর