নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় আ. লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবু ইউসুফ, নওগাঁ
৩০ জুলাই ২০২৩

বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। বক্তব্য দেন- নওগাঁ সদর আসনের  সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাসরঞ্জন মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।

সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল বলেন, ‘বিএনপিকে ছেড়ে দিলে কী নৈরাজ্য করতে পারে, সেটা গতকাল সারা দেশ বিশ্বের মানুষ দেখেছে। ক্ষমতায় যাওয়ার জন্য এরা যে কোনো কিছু করতে পারে। তাই তাদেরকে রাজপথ কখনোই ছেড়ে দেওয়া যাবে না। রাজপথে থেকেই বিএনপির নৈরাজ্য মোকাবিলা করবে আওয়ামী লীগ। বিএনপির নৈরাজ্য মোকাবিলা করতে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এ সময় নিজাম উদ্দিন।

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর