চাটমোহরে আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩

পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ করেছে রোববার (৩০ জুলাই)

বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

সকালে শহরের পুরাতন বাজার এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ের সামনেই মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়াসাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন প্রমূখ।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর