ডেঙ্গু রোগী ৭ গুণ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩

চলতি বছরে দেশে জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা সাত গুণেরও বেশি বেড়েছে। মধ্যবয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। ঢাকায় শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি

রোববার (২৯ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জুনের গোটা মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজার ৭৫ জন। কিন্ত জুলাইয়ে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছেন। মোট রোগীদের মধ্যে পুরুষ বেশি, ৬৪ শতাংশ। বাকিটা নারী।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর