কাজের সঙ্গে খাপ খাওয়াতে না পারায়, অভিযোগ থাকায় কয়েকজনকে ডিসিকে (জেলা প্রশাসক) প্রত্যাহার করা হয়েছে। মাঠে যোগ্য অফিসার নিযুক্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকজন ডিসিকে প্রত্যাহার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (৩০ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, মাঠ প্রশাসন কেবিনেট ডিভিশন (মন্ত্রিপরিষদ বিভাগ) দেখে। সাম্প্রতিক যে কয়েকজন ডিসিকে মাঠ থেকে ফিরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে ২২তম ব্যাচের কয়েকজনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে।
দেশে সুশাসন নিশ্চিত করতে যেসব স্টাফ ভালো কাজ করে, তাদের উৎসাহিত করা হয়েছে। আর অপরাধ করলে শাস্তির আওতায় আনা হয়েছে, বলেন ফরহাদ হোসেন।
তিনি জানান, অফিসারদের অতিকথন বন্ধ রাখতে বলা হয়েছে। তার পরিবর্তে সংযত হয়ে মনোযোগ দিয়ে দেশের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংলাপের আয়োজক বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব সংলাপে সভাপতিত্ব করেন।
বিডি/এন/এমকে