মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বোমারু বিমান

১০ মার্চ ২০২১

ট্রাম্পের বিদায়ের পর পরমাণু বোমা বহনে সক্ষম দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান প্রথমবারের মতো গত রোববার মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব নেওয়ার পর মার্কিন এ বোমারু বিমানটির মধ্যপ্রাচ্যে টহল দেওয়া নিয়ে এ অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এ সময় ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান মার্কিন বোমারু বিমান দুটিকে নিরাপত্তা দিয়েছে। প্রতিটি মার্কিন বোমারু বিমানকে চারটি করে ইসরাইলি এফ-১৫ জঙ্গিবিমান স্কর্ট করে নিয়ে যায়।

টাইমস অব ইসরাইল


মন্তব্য
জেলার খবর