সিটি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্যপদে লোকবল নিয়োগ নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির ঢাকা অফিসে নিয়োগ পাবেন।
সহযোগী সম্পর্ক ব্যবস্থাপক (কর্পোরেট বিভাগ) নিয়োগ দেওয়া হবে। তবে পদ সংখ্যা নির্ধারিত নয়। উক্ত পদের জন্য এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
আবেদনের জন্য ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪ বছরের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে বিবিএ/এমবিএ কোর্স সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে স্বনামধন্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি, ক্রেডিট ডিসিপ্লিন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে।
কাজের ধরন: গ্রাহকদের উচ্চ মানের পরিষেবা নিশ্চিত করা, প্রয়োজন অনুযায়ী লেনদেন সম্পন্ন করা। ত্রুটিমুক্ত লেনদেনের ব্যবস্থা করা। লেনদেনে কোনো ধরনের ত্রুটি থাকলে তা সমাধানে উদ্যোগী হওয়া। আরএমকে প্রয়োজনীয় লেনদেন সংক্রান্ত ডকুমেন্টেশনে সহায়তা দেওয়া।
বয়সসীমা কমপক্ষে ২৫ বছর হতে হবে। ঢকায় নিয়োগ দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ: ৫ আগস্ট, ২০২৩।