দুই পুঁজিবাজারের চিত্র আলাদা

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩

দেশের দুই পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার (৩০জুলাই) লেনদেন কার্যক্রমে ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে লেনদেন কমলেও এর উল্টো দেখা গেছে সিএসইতে, বেড়েছে। ডিএসইর সবক’টি সূচকের মান নিম্নমুখী দেখা গেছে। সিএসইতে একটি বাদে কমেছে সবকটি সূচক।

 

 সিএসইতে ১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল কোটি ২৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে কোটি ৫২ লাখ টাকা। আগের দিনের তুলনায় সিএএসপিআই সূচক ১৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০১ দশমিক ৩৪ পয়েন্টে ও ও সিএসসিএক্স সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে ১১ হাজার ১৭৯ দশমিক ০৫ পয়েন্টে স্থির হয়। সিএসই-৩০ সূচক দশমিক ১৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪০ দশমিক ৪৪ পয়েন্টে আর সিএসআই সূচক দশমিক ৭৭ পয়েন্ট কমে হাজার ১৭২ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ০৪ পয়েন্ট বেড়ে হাজার ৩১২ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়ায়।

 সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৯ টি কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, বিপরীতে কমেছে ৭২টি আর অপরিবর্তিত থাকি বাকি ৬১টি।

 

ওদিকে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৮৭ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণছিল ৬৭৭ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫০ কোটি ২৮ লাখ টাকা। আগের দিনের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৬৫ পয়েন্ট কমে হাজার ৩৩৩ দশমিক ৮৫ পয়েন্টে, ডিএসইএস সূচক দশমিক ৯৯ পয়েন্ট কমে হাজার ৩৭১ দশমিক ৯৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৭৫ পয়েন্ট কমে ২ হাজার ১৫৯ দশমিক ১১ পয়েন্টে স্থির হয়।

শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩২৮টি কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৫৫টির। বিপরীতে কমেছে ১১৫টির  আর অপরিবর্তিত থাকে ১৫৮টি।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর