মন্তব্য
রোববার (৩০জুলাই) রাত ৩টা ২৮ মিনিট থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে লোডশেডিং বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে আগামী ৮ আগস্ট কেন্দ্রটিতে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, এ কেন্দ্রের জন্য ৫৫ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ আসছে। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বরে চালুর পরে কেন্দ্রটি পাঁচবার বন্ধ হয়েছে।
বিডি/এন/এমকে