ছবি : সংগৃহিত
জুলাইয়ের ২৮ দিনে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। ব্যাংকিং চ্যানেলে এ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমানে ডলারপ্রতি বাংলাদেশি মূদ্রায় ১০৮ টাকা ৫০ পয়সা দেওয়া হচ্ছে। রোববার (৩০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রেমিট্যান্স সংক্রান্ত বিষয়টি প্রকাশ পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪৭ কোটি ৬ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৪ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৮ লাখ ২০ হাজার ডলার এসেছে।
২৬ জুলাইয়ের তথ্য অনুযায়ী, দেশে ২ হাজার ৯৬৮ কোটি ডলার (২৯ দশমিক ৬৮ বিলিয়ন) ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে। তবে আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) শর্ত অনুযায়ী আন্তর্জাতিক নিয়মে রিজার্ভের পরিমাণ কম, পরিমাণে ২ হাজার ৩৩০ কোটি (২৩ দশমিক ৩০ বিলিয়ন) ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত জুন মাসে, পরিমাণে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
বিডি/ই/এমকে