সিলেটে ২ নৌকা ভর্তি চিনি জব্দ, আটক ৫

সিলেট প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩

সিলেটে ইঞ্জিনচালিত ২ নৌকা ভর্তি ভারতীয় চিনির চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ চিনি অবৈধ পথে আনা হচ্ছিল।

শনিবার (২৯ জুলাই) কোতয়ালি থানা সংলগ্ন সুরমা নদী থেকে চিনির চালানসহ তাদের আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আটককৃতরা- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ল্যাংগুরা গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী আহমদ (২৫), আহমদ আলীর ছেলে সোলোমান আহমদ (২৮), একই উপজেলার ডাকাতির কান্দি গ্রামের মনু মিয়ার ছেলে সাইফুর রহমান (২১), জহির উদ্দিনের ছেলে জুনায়েদ আহমদ (২১) মৃত আব্দুল মন্নানের ছেলে মো. নুরুল আমিন (৩১) তারা চোরাকারবারি বলে জানায় পুলিশ।

এসএমপি জানায়, ২ নৌকায় ২১৯ বস্তা চিনি পাওয়া যায়। এ ২১৯ বস্তা চিনির দাম  ১৩ লক্ষ ১৪ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম সুরমা নদীর ওই পয়েন্টে অভিযান চালায়। আটক ৫জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

 

বিডি/সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর