মন্তব্য
সৌদি আরবে রুমমেট কুমিল্লার এক যুবকের ছুরিকাঘাতে রাবেল আহমদ (২৮) নামে সিলেটী এক যুবক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাবেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের ছেলে। অভিযুক্ত কুমিল্লা জেলার ওই যুবকের নাম- পরিচয় জানা যায়নি। তাকে আটক করেছে দেশটির পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে এক সঙ্গে থাকা রাবেল ও ওই যুবকের মধ্যে শনিবার রান্না করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বেরিয়ে যায়।
পরে রাস্তায় পেয়ে রাবেলকে ছুরিকাঘাত করে তার রুমমেট ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল।
বিডি/সাকিব আল মামুন/ সি/ এমকে