‘সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকার অসম্ভব’

রবি
৩১ জুলাই ২০২৩

বর্তমান পরিস্থিতিতে দেশে তত্তাবধায়ক সরকার গঠন অসম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সমন্বয়ে বিদেশী নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন তারা।

 

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আহ্বান ‘অসাংবিধানিক’ ও ‘অবৈধ’ হবে বলে আমরা মনে করি।”

 

তিনি আরও বলেন, পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রতিনিধি হিসেবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে- “আপনাদের নির্বাচন কমিশন সংবিধান দ্বারা অনুমোদিত ও স্বাধীন, এবং তাই উক্ত কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচন হতে পারে।”

 

তত্তাবধায়ক সরকার আনতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি। ইসলে বলেন, “যদি এটি একটি ভালো ধারণাও হয়, বা  যদি তারা এটি করতেও চান, তাহলেও তারা এটি করতে পারবেন না, কারণ এটি করার জন্য কোনো আইনি কাঠামো নেই।”

 

তিনি বলেন, প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্যতা বারবার পর্যালোচনা করে দেখেছে যে এটি সম্ভব কিনা এবং এ সিদ্ধান্তে পৌঁছেছে যে “এখন এটা সম্ভব নয়।”

 

দেশে তত্ত্বাবধায়ক সরকার এনে দেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকরা কাজ করে না বরং শেখ হাসিনা সরকার নির্বাচন সঠিকভাবে নির্বাচন করবে কিনা সেটা দেখতে চায় আমেরিকা। যোগ করেন ইসলে।

 

২৪ ফেব্রুয়ারি জার্মানি, নেপাল, ভারত ও ভুটানের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে। এসময় তারা পুলিশ, নির্বাচন কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর