লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের জাত চেনালেন হৃদয়

International
৩১ জুলাই ২০২৩

প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলতে গেছেন তাওহীদ হৃদয়। খেলতে নেমেই বাজিমাত করলেন। রোববার লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে অর্ধশতক করে নিজের জাত চেনালেন হৃদয়। ৩৯ বলে ঝড়ো ব্যাটিং করে ৫৪ করেন তিনি।

 

এদিন জাফনা কিংসের হয়ে মাঠে নামেন হৃদয়। প্রতিপক্ষ কলম্বো স্ট্রাইকার্স। সে দলে ছিলেন নিজের সতীর্থ শরিফুল ইসলাম।  আর সবাই অপরিচিত। অপরিচিত মাঠ, অপরিচিত প্রতিপক্ষ-সতীর্থ। নতুন পরিবেশে নিজের সামর্থ দেখানো অতটা সহজ ছিল না।

 

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল হৃদয়ের দল। তবে বেশিক্ষণ এ ধারবাহিতকা ধরে রাখতে পারেননি। ১১ বলে ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

 

এরপর দলীয় ৪২ রানে নিশান মাদুশকা রান আউট হলে ব্যাটিংয়ে নামেন হৃদয়। ব্যাটিংয়ে নেমে ধীর গতিতে শুরু করেন। প্রথম তিন বলে কোনো রানই আসেনি তার ব্যাট থেকে। তবে সমহিমায় নিজেকে মেলে ধরতে বেশি সময় নেননি। অপর প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে থাকলেও নিজের প্রান্ত আগলে রাখেন হৃদয়।

 

 

শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৪ রান করে জাফনার বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে আউট হন হৃদয়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। তাতে ১৭৩ রানে গিয়ে থামে জাফনা। ২২ বলে ২৫ রান করেছেন ওয়েল্লালাগে, থিসারা পেরেরার ব্যাট থেকে এসেছে ৭ বলে ১৪ রান।

 

আরআই


মন্তব্য
জেলার খবর