জিম-আফ্রোতে তাসকিনের হালাল খাবারের ব্যবস্থা করেছেন রাজা

রবি
৩১ জুলাই ২০২৩

বাইরের দেশগুলোতে খেলতে গিয়ে খাবার নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয় বাংলাদেশি ক্রিকেটারদের। বিশেষ করে মুসলিম ক্রিকেটারদের। জিম-আফ্রো টি-টো লিগে খেলতে গিয়ে এমনই ঝামেলায় পড়েছিলেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো কোনো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে খাবার নিয়ে পড়েন বিপত্তিতে। তবে হালাল খাবার পেতে সাহায্য করেন সিকান্দার রাজা।

 

আন্তর্জাতিক ম্যাচ খেলার সুবাদে আগে থেকেই তাসকিনের সাথে পরিচয় রাজার। সেখান থেকেই বন্ধুত্ব। সেই বন্ধুত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন রাজা।

 

আফ্রিকার পরিবেশে মানিয়ে নিতে তাসকিন বেশ সাহাজ্য করেছেন রাজা। দেশে ফিরে সে কথা অকপটে জানিয়েছেন তিনি। তাসকিন বলেছেন, ‘রাজা আসলে সব সময় অনেক সমর্থন করেছে। বলতে গেলে আমার হালাল খাবারের জন্য অনেক কিছু আয়োজন করে দিয়েছেন। আমি তো তার থেকে বয়সে অনেক ছোট।'

 

জিম আফ্রো লিগ খেলতে গিয়ে ভালো সময় পার করেছেন তাসকিন। দুর্দান্ত বোলিং করে সবার নজর কেড়েছেন। সব মিলিয়ে এ টুর্নামেন্টে ১১টি উইকেট শিকার করেছেন তিনি।

 

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর