সাড়ে চার লক্ষাধিক টাকার জাল আগুন দিয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩

পাবনার চাটমোহরে  প্রায় সাড়ে   লক্ষাধিক টাকার কারেন্ট চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছোট ফাসের এ কারেন্ট ও চায়না জাল দিয়ে মাছ ধরা মৎস্য  আইনে নিষিদ্ধ।

ডিকসির বিলে মাছ শিকারের জন্য পাতা এ জাল সোমবার (৩১ জুলাই) আটকের পর পুড়িয়ে ধ্বংস করার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাটমোহর সিনিয়র উপজেলা মৎস অধিদফতর পুলিশের সহযোগিতায় ওই বিলে অভিযান চালিয়ে জালগুলো আটক করে। অভিযানে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন, খামার ব্যবস্থাপক আব্দুল খালেক ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন জানান, দেশি মাছের বংশবিস্তার নির্বিঘ্ন করতে তাদের এ অভিযান অব্যাহত থাকেবে।

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর