দেশসেরা চাটমোহরের তমজিত

চাটমোহর (পাবনা ) প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩

জাতীয় পর্যায়ের কুটির শিল্প (মাটির কাজ) প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রথম হয়েছে পাবনার চাটমোহরের তমজিত কর্মকার। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার এ ইভেন্টের প্রতিযোগিতা রোববার (৩০ জুলাই) রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী।

তমজিত কর্মকার চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক তন্ময় কর্মকারের ছেলে। সে স্থানীয় জয়েন উদ্দিন প্রিক্যাডেট স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন  এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে জানা গেছে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর