হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩

সরকার পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি বাস্তবায়নে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে জেলা বিএনপির জনসমাবেশ হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) বিকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে দলীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ হয়।

এর আগে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন।

জনসমাবেশে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার মুহম্মদ নওশাদ জমির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমূখ।

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর