বিএনপিসহ সরকার বিরোধী দলের চলমান আন্দোলন বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অভয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, একটু আন্দোলন-সংগ্রাম দেখলে ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এ অভয় দেন প্রধানমন্ত্রী।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৩১ জুলাই) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক প্রদান করা হয়।
আন্দোলন-সংগ্রাম বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আন্দোলনের নামের জ্বালাও পোড়াও করাটা আমরা সহ্য করব না, কখনই মেনে নেওয়া যাবে না।
সরকারি চাকুরেদের জনগণের পাশে থাকার আহবান জানিয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের টাকায় বেতন-ভাতা, জনগণের টাকাতেই সব হয়। কাজেই সেই জনগণের সেবা করাটা প্রধানমন্ত্রী হিসেবে আমারও এবং আপনাদের সবার দায়িত্ব।
শেখ হাসিনা তার বক্তব্যে আওয়ামী লীগের সরকারের বিভিন্ন উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরেন এ সময়।
বিডি/এন/এমকে
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
সারাবাংলা/এনআর/ইআ