রাজশাহীতে দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার (৩১ জুলাই) সকালে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
দৈনিক মজুরি ১ হাজার টাকাসহ ১৩ দফা দাবি আদায়ে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন এ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি পালনকালে বক্তব্য দেন- রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রায়হান, রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মন্টু উরাও প্রমুখ। বক্তারা খামার শ্রমিকদের নায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
১৩ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য- চাকুরি স্থায়ীকরণ, খামার শ্রমিকদের চাকুরি অবসান শেষে ৪০ মাসের পরিবর্তে গ্রাইচুটি ভাতা ৬০ মাস করতে হবে, নীতিমালা বহিভুর্ত নিয়োগকৃত শ্রমিকদের অনিয়মিত শ্রমিক হিসেবে অর্ন্তভুক্ত করা অথবা এ নিয়োগ বাতিল করা।
বিডি/সি/এমকে