মন্তব্য
উইঘুর নারীদের হিজাব খুলতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পাকিস্তানে থাকা চীনা দূবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ঝাং হেকিং।
টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা গেছে, এক স্বল্প বসনা চীনা নারী বেলি ড্যান্স করছেন।
তিনি ক্যাপশনে লিখেছেন, হিজাব খুলুন, আপনার চোখ দেখতে দিন। সঙ্গে হ্যাশট্যাগ জিনজিয়াং ড্যান্স।
দ্য প্রিন্ট