হ্যাশট্যাগের প্রতিক্রিয়ায় রাজের মুখে কফিনের ইমোজি পরিমণির

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৩

রাজ-পরীমণির দূরত্ব যেন কমছেই না। সেই সাথে সুযোগ পেলেই শরিফুল রাজকে নিয়ে ক্ষোভ উগরে দেন নিজের ফেসবুকের টাইমলাইনে।

এবার শরীফুল রাজকে নিয়ে প্রকাশিত সংবাদে পরীমণির নাম ট্যাগ হিসেবে ব্যবহার করায়  কলকাতার একটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে বিনয়ের সঙ্গেই ক্ষোভ ঝাড়লেন পরীমণি। 


মূলত গতকাল রোববার (৩০ জুলাই) তার স্বামী শরিফুল রাজের আইফোন কলকাতার নন্দন চত্বর থেকে পকেটমার হয়ে যায়। অন্যান্য গণমাধ্যমের মতো এই খবরটি প্রকাশ করে ‘দ্য ওয়াল’ নামের একটি নিউজ পোর্টাল।

খবরের লিংক পোর্টালটির অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়। সেখানে হ্যাশট্যাগ দিয়ে পরীমণির নাম ব্যবহার করা হয়েছে। সেটির একটি স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পরীমণি ক্যাপশনে লিখেন, এই লোকের (রাজ) ফোন চুরির নিউজের সঙ্গে আমারে (আমাকে) হ্যাশট্যাগ দেওয়ার কী হইলো (হলো)। চুরি কি আমি করছি (করেছি)? এখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন। যদিও খবরে ব্যবহৃত রাজের চেহারা কফিন দিয়ে ঢেকে দিয়েছেন।

কলকাতায় চলমান পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে এই অবস্থায় পড়েন শরিফুল রাজ। এরপর তিনি নাকি পরীমণির সঙ্গে যোগাযোগও করেছিলেন।


মন্তব্য
জেলার খবর