রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নীলফামারীতে আ.লীগের শোডাউন

নীলফামারী প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩

প্রধানমন্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল শোডাউন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (৩১ জুলাই) সকালে শহরের রেলওয়ে শ্রমিক লীগ অফিস চত্বর থেকে শোডাউন শুরু হয়।

দিনব্যাপী এ কর্মসূচিতে শহরের প্রধান সড়কসহ ৫ ইউনিয়ন মিলে প্রায় ৫শ' কিলোমিটার পথ  প্রদক্ষিণ করা হয়।

শোডাউনে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন। শতাধিক মোটরসাইকেলে তিন শতাধিক নেতাকর্মী শোডাউনে অংশ নেন।

শোডাউনে অংশ নেওয়াদের মধ্যে উল্লেখযোগ্য- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন, পৌর আওয়ামী লীগ নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু, কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু, কামারপুকুর ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক হাফিজুল হক নান্নু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার মোমেন টুটুল, পৌর ছাত্রলীগ সভাপতি সিফাত সরকার প্রমুখ।

শোডাউন পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জাতীয় নির্বাচন ঘিরে নেতাকর্মীদের উজ্জীবিত করতে আয়োজন।

প্রসঙ্গত, আগামী আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগদানের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর