বাংলাশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো তত সক্রীয় হয়ে
উঠছে। আগামী বুধবার থেকে সপ্তাহ জুড়ে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪
দলীয় জোট।
সোমবার বিকালে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু ইস্কাটনে তার নিজ বাসভবনে
বিশেষ বেঠক শেষে এ আন্দোলনের কথা জানান।
আমু বলেন, আগামী ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) মাঠে নামব। সাতদিনের কর্মসূচি
আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি-বিএনপি সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক
ধারা ব্যাহত করে অন্যধারা প্রবর্তন করতে চায় তারা। তবে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের
জন্য যে শর্ত দিক, তা আমরা মানব। কিন্তু সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন
করতে চাইলে সুযোগ দেব না।
আরআই