মন্তব্য
মিয়ানমারের সামরিক জান্তা সরকার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের খবর নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে পাঁচটি সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে।
সোমবার রাতে দেশটির মিজিমা, ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মা (ডিভিবি), খিট থিট মিডিয়া, মিয়ানমার নাউ এবং সেভেন ডে নিউজ নামে পাঁচটি সংবাদমাধ্যম বন্ধ করে দিতে বলা হয়েছে।
গার্ডিয়ান