পাবনার চাটমোহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও মো. রেদুয়ানুল হালিম। উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (১ আগষ্ট) বেলা তিনটার পরে এ মতবিনিময় হয়।
মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা চাটমোহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংবাদ সংক্রান্ত ফোন রিসিভ না করায় সদ্য বিদায়ী ইউএনও মমতাজ মহলের সমালোচনা করেন। নবাগত ইউএনও মনোযোগ সহকারে সাংবাদিকদের কথা শোনেন। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি।
মতবিনিময় শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে শাহাদত বরণকারী তাঁর পরিবারের সব সদস্যের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
মতবিনিময়কালে উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন- সাংবাদিক এস.এম হাবিবুর রহমান, রকিবুর রহমান টুকুন, কেএম বেলাল হোসেন স্বপন, এমএ জিন্নাহ, শাহীন রহমান, ইকবাল কবীর রঞ্জু, জাহাঙ্গীর আলম, বকুল রহমান, তুষার ভট্রাচার্য, রফিকুল ইসলাম রনি প্রমুখ।
বিডি/সি/এমকে