পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বিজিবি ভজনপুর ক্যম্পের কোম্পানি কমান্ডার ফারুক হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন চোরাকারবারি শাহজাহান আলী নামের এক গরু ব্যবসায়ী। মঙ্গলবার (১ আগস্ট) মামলাটি আমলে নিয়ে ১০ আগস্ট আদেশের দিন ধার্য করেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেন এ্যাডভোকেট আব্দুল মতিন।
এর আগে ৩০ জুলাই তেঁতুলিয়া আমলী আদালত-৪ এ মামলাটি করা হয়েছে। শাহজাহান আলী তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি ভজনপুর এলাকার নুরল ইসলামের ছেলে। শাহজাহান দীর্ঘদিন ধরে গরু চোরাকারবারির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের লে.কর্নেল জুবায়ের হাসান।
মামলা সূত্রে জানা যায়, শনিবার তেঁতুলিয়া উপজেলার শালবাহান হাট থেকে গরু কিনে নছিমন গাড়িতে পঞ্চগড় নিচ্ছিলেন শাহজাহান আলী। পথে টটুয়া পাড়া এলাকা থেকে ১৬ টি গরু আটক করে বিজিবি। এসব গরু সোমবার ৪ লাখ ৭৫ হাজার ৩৮৫ টাকায় নিলাম দেয় বিজিবি।
শাহজাহান আলীর চাচা শশুর নজরুল ইসলাম জানান, বিজিবির কোম্পানি কমান্ডার আমার সাথে মোটরসাইকেলে গিয়ে ভারতীয় গরু আটক করেছে। কোন চাঁদা দাবি করেননি। শুনেছি, শাহজাহান অবৈধপথে আসা ভারতীয় গরু বাজারে বিক্রি করে।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিন জানান, মামলায় গরু বিক্রির অনুমতির যে কাগজ শাহজাহান আলী আদালতে দাখিল করেছেন- সেগুলো ১৩ জুলাইয়ের। এ ১৬ গরুর কাগজ আমরা দেইনি।
পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের লে.কর্নেল জুবায়ের হাসান চাঁদাবাজির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার জানা মতে বিজিবির কেউ কোন চাঁদা দারি করেননি। চোরাকারবারিরা মাঝে মাঝে বিজিবি সদস্যদের হয়রানি করার অপচেষ্টা করে।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে