শিক্ষক হত্যায় ফেঁসে যাচ্ছে স্কুলছাত্রী

১০ মার্চ ২০২১

ফ্রান্সের একটি স্কুলে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় এবার ফেঁসে যাচ্ছে স্কুলটির এক মুসলিম ছাত্রী। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

আব্দুল্লাখ আজোরোভ নামে ১৮ বছরের এক চেচেন বংশোদ্ভূত যুবক গলা কেটে ওই শিক্ষককে হত্যা করে। পুলিশও ওই যুবককে গুলি করে হত্যা করে।

১৩ বছরের ওই মুসলিম ছাত্রীটির আইনজীবী বেকো টাবুলা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যঙ্গচিত্র প্রদর্শনের সময় সে ক্লাসে ছিল না।  এ কারণে স্কুলছাত্রীর বিরুদ্ধে এবার শিক্ষক হত্যায় প্ররোচনার অভিযোগ আনা হচ্ছে।

বিবিসি

 


মন্তব্য
জেলার খবর