নীলফামারীর ডিমলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ছিটলমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছ।
আয়োজনের মধ্যে ছিল- জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্জলন।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেপাখড়িবাড়ি ইউনিয়নের ছিটমহল কমিউনিটি সেন্টারে বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করে বিলুপ্ত ৪ ছিটমহলের বাসিন্দারা।
আলোচনা সভায় বক্তব্য দেন- টেপাখড়িবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রবিউল ইসলাম শাহীন, সংরক্ষিত মহিলা সদস্য রেজিনা বেগম, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, মো. নুর ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. লিখন সরকার ও মো. শামসুল হক প্রমুখ।
বিলুপ্ত ছিটমহল উন্নয়ন কমিটির নেতা মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়ন কমিটির সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটি মো. মিজানুর রহমান, উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলামসহ বিলুপ্ত ছিটমহলের কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মঙ্গলবার রাত ১২টায় মোমবাতি প্রজ্জলন করা হয়। এরপর জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি আনন্দ মিছিল বের। বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি।
উল্লেখ্য ২০১৫ সালের ৩১শে জুলাই মধ্যরাতে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় হয়। দিনটিকে ''মুক্তি দিবস'' হিসেবে উদযাপন করছেন সুবিধাভোগীরা।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে