নীলফামারীতে ছিটলমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন

নীলফামারী প্রতিনিধি
০১ অগাস্ট ২০২৩

নীলফামারীর ডিমলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ছিটলমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছ।

আয়োজনের মধ্যে ছিল- জাতীয় সংগীত জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্জলন।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেপাখড়িবাড়ি ইউনিয়নের ছিটমহল কমিউনিটি সেন্টারে বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করে    বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

আলোচনা সভায় বক্তব্য দেন- টেপাখড়িবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রবিউল ইসলাম শাহীন, সংরক্ষিত মহিলা সদস্য রেজিনা বেগম, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, মো. নুর ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. লিখন সরকার মো. শামসুল হক প্রমুখ।

 

বিলুপ্ত ছিটমহল উন্নয়ন কমিটির নেতা মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়ন কমিটির সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটি মো. মিজানুর রহমান, উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলামসহ বিলুপ্ত ছিটমহলের কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মঙ্গলবার রাত ১২টায় মোমবাতি প্রজ্জলন করা হয়। এরপর জাতীয় সংগীত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি আনন্দ মিছিল বের। বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি।

উল্লেখ্য ২০১৫ সালের ৩১শে জুলাই মধ্যরাতে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় হয়। দিনটিকে ''মুক্তি দিবস'' হিসেবে উদযাপন করছেন সুবিধাভোগীরা।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর