এমবাপ্পেকে নিয়ে লিভারপুলের কোচের হাসি তামাশা!

রবি
০১ অগাস্ট ২০২৩

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে হাসি-ঠাট্টা করেছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। পিএসজি ছেড়ে এমবাপ্পে কোন ক্লাবে খেলবেন- তা নিয়ে আলোচনার যেন শেষ নেই। গুঞ্জন উঠেছে তিনি সৌদি আরবের আল-হিলালে যাবেন। এরই মধ্যে শোনা যাচ্ছে লিভারপুল নাকিতাকে এক মাসের জন্য ধার নিতে চায়।

 

এ বিষয়ে লিভারপুল কোচকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি একেবারে হেসে উড়িয়ে দেন। ক্লপ বলেন, আমরা এটা নিয়ে হেসেছি। এমবাপ্পের সঙ্গে কোনো ধরনের চুক্তি করাই লিভারপুলের পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি।

 

অনেকটা ঠাট্টার ছলে একটি জার্মান গণমাধ্যমকে ক্লপ বলেন, আবার এমনও হতে পারে ক্লাবের কেউ কোনো প্রস্তুতি নিচ্ছেন তাকে দলে নেওয়ার জন্য। হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখানে আমার আট বছরে এমন কিছু হয়নি। এটাই হয়তো প্রথম হবে!

 

সৌদি ক্লাব আল-হিলাল এমবাপ্পেকে দলে ভেড়াতে ৩০ কোটি ইউরোর প্রস্‌তাব দিয়ে রেখেছে। তবে সৌদি আরবে যেতে চান না এমবাপ্পে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর