মন্তব্য
দুর্ঘটনা কবলিত ট্রাক- ছবি সংগৃহিত
বাড়ি থেকে যাচ্ছিল স্কুলে। পথে যখন একটা গর্ত অতিক্রম করছিল, ঠিক তখনই সে পথে আসা বালু ভর্তি একটা ট্রাক আকস্মিকভাবে কাত হয়ে পড়ে সড়কের ধারের একটা গাছে। সেই ট্রাক আর গাছের মাঝে পড়ে প্রাণ হারায় উর্মি খাতুন। মঙ্গলবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে পাবনার চাটমোহরের হাসুপুর গ্রামে।
উর্মি খাতুন হাসুপুর গ্রামের মুদি দোকানি মো. সাইফুল ইসলামের মেয়ে। স্থানীয় একটা কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
এলাকাবাসী জানায়, ট্রাকের চাকা গর্তে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। উর্মি খাতুন ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি/সি/এমকে