ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের যুবক নিহত

নীলফামারী প্রতিনিধি
০১ অগাস্ট ২০২৩

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক  যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১আগষ্ট) ভোরের দিকে শহরের রেলগেট থেকে মিটার উত্তরে শালকি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নাম-পরিচয় জানা না গেলেও যুবকটিকে কয়েকদিন স্থানীয় বাজারে ভিক্ষা করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।

স্থানীয়রা জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকটি। রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার একটি হাত দ্বিখন্ডিত হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিচয় না পাওয়ায় লাশ সৈয়দপুর জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর