হার দিয়ে বিশ্বকাপ শুরু যুবাদের

১৭ জানুয়ারী ২০২২

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারলো তারা।

রোববার (১৬ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। নিজেদের প্রথম ম্যাচে টস ভাগ্যে জয় পেলেও ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পুরো দল মিলে মাত্র ৯৭ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রিপন মন্ডল (৩৩)। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে এসএম মেহেরবের (১৪) ব্যাট থেকে। পরে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।


মন্তব্য
জেলার খবর