পুলিশ গয়েশ্বরকে সাপের মতো পিটিয়েছে, অভিযোগ ফখরুলের

রবি
০২ অগাস্ট ২০২৩

গত শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্সূচি পালন করে বিএনপি। এসময় আহত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাকে পুলিশ সাপের মতো পিটিয়েছে বলে মঙ্গলবার নয়াপল্টনে এক মানববন্ধনে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল মন্তব্য করে ফখরুল বলেছেন, যারা সন্ত্রাস করেই টিকে থাকে, এমন একটা দল তারা। আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী বলে রাষ্ট্রকেও তারা সন্ত্রাসী বানিয়েছে। পুলিশ, প্রশাসন ও বিচারবিভাগকে ব্যবহার করেছে।

 

তিনি আরো বলেন, অধিকার আদায়ের আন্দোলনের সময় খাওয়া নিয়ে নাটক করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে চেয়েছে সরকার। খাবার খাইয়ে দৃষ্টি ভিন্ন দিকে নিতেই এমন নাটক। দেউলিয়া হয়ে এ ধরনের নাটক করছে।

 

বিএনপির মহাসমাবেশ দেখে সরকার প্রচণ্ড ভয় পেয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। বলছে বিএনপি আগের রূপে ফিরে এসেছে। বিএনপি জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। অগ্নিসন্ত্রাস সরকার করে বিএনপির ওপর দায় চাপাতে চাচ্ছে।

 

সবশেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান ফখরুল।

 

আরআই


মন্তব্য
জেলার খবর