কুয়েত বাংলাদেশ থেকে আরো সেনা সদস্য নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী
প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ লক্ষ্যে চলতি মাসের শেষের দিকে
বাংলাদেশ সফর করবে কুয়েত সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি) সদর দফতর পরিদর্শন
শেষে সেনাপ্রধান এ কথা জানান। এছাড়া এসময় তিনি আলী আল সাবাহ মিলিটারি একাডেমি ও বাংলাদেশি
সেনাদের কার্যক্রম পরিদর্শন করেন।
সেনা প্রধান বলেন, এ সফরের অন্যতম লক্ষ্য অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে
বাংলাদেশ সেনাবাহিনীর আরও সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা করা। এরই ধারাবাহিকতায় কুয়েত
সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী থেকে আরও জনবল নিয়োগ করার
লক্ষ্যে চলতি আগস্টের শেষের দিকে বাংলাদেশ সফর করবে।
বর্তমানে পাঁচ দিনের কুয়েত সফরে রয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন
আহমেদ। কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান
আল-শামারির আমন্ত্রণে সোমবার (৩১ জুলাই) দেশটিতে পৌঁছান তিনি। ৪ আগস্ট দেশে ফেরার কথা
রয়েছে তার।
বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ হাজারের বেশি সেনাসদস্য অপারেশন কুয়েত
পুনর্গঠনে (ওকেপি) কাজ করছেন। এটি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের পর কোনো বৈদেশিক দায়িত্বে
বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক মোতায়েন।
আরআই