গভীর নিম্নচাপের কারণে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে
বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দুপুর একটার দিকে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে এ ঝড়
আঘাত হানতে পারে। ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে
২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, ফরিদপুর,
কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার
ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে
পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়াও সারাদেশে অন্যান্য অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব
দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এ
অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট
লঘুচাপটি ঘনীভূত হযে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবার (১ আগস্ট)
সন্ধ্যা ৬টার দিকে খেপুপাড়ার নিকট দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে খুলনা
ও তার আশেপাশের এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে
অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১ আগস্ট) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা থেকে
পরবর্তী ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে এ কথা জানানো হয়।
আরআই