মন্তব্য
ব্যাটিং-বোলিংয়ের দারুণ নৈপূন্যে দলকে জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। এ
নিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রাখল তার দল গল টাইটান্স। ব্যাট হাতে করেছেন ২১ রান। বল
হাতে মাত্র ১০ রানের খরচায় নিয়েছে ২টি উইকেট।
মঙ্গলবার (১ আগস্ট) বি-লাভ ক্যান্ডির বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮০ রানের
বিশাল স্কোর গড়ে সাকিবের দল। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। ফলে
৮৩ রানের বিশাল জয় পায় সাকিব বাহিনী। সর্বোচ্চ ৭৪ রানে এসেছে সাকিবের সতীর্থ টিম সেইফার্টের
ব্যাট থেকে। অনবদ্য ব্যাটিংয়ের জন্য তিনি এদিন ম্যাচসেরা হন।
এ ম্যাচে হেসে খেলে জিতলেও আগের ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে সুপার ওভারে
জিতেছিল তারা।
আরআই